সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আমনে কৃষকের হাসি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

আমনে কৃষকের হাসি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চলতি মৌসুমে রোপা আমনের ভালো ফলন হয়েছে। মাঠে দুলছে কষ্টের ফসল আর কৃষকের মুখে ফুটেছে হাসি।

উপজেলার চতুল ইউনিয়নের বিল দাদুরিয়া ও ধুলপুখুরিয়া গ্রামের বিস্তীর্ণ মাঠজুড়ে রয়েছে আমন খেত। বেশিরভাগ খেতের ধান পাকতে শুরু করেছে। ফলন দেখে একরপ্রতি ৫৫ থেকে ৬০ মণ আমন ধানের উৎপাদন আশা করা হচ্ছে। চাষাবাদে প্রতি একরে খরচ হয়েছে ২৫-৩০ হাজার টাকা। ধুলপুকুরিয়া গ্রামের কৃষক শামীম মোল্লা বলেন, এক একর জমিতে হাইব্রিড ধানের চাষ করেছি। আশা করছি, এবার খরচের দ্বিগুণ লাভ হবে। সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামের কৃষক আকরাম শেখ বলেন, ব্রি-৮৭ জাতের ধান চাষ করেছি। ৩৩ শতক জমিতে প্রায় ২০ মণ ফলন আশা করছি। ধানের বাজার ভালো থাকায় লাভবান হব। উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম হোড় বলেন, এ বছর বোয়ালমারীর একটি পৌরসভা ও ১১ ইউনিয়নে ১৩ হাজার ৪৪২ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে-যা গত বছরের চেয়ে প্রায় ৫০০ হেক্টর বেশি। তিনি জানান, এবার উপজেলায় ৪২ হাজার ৪৭৬ মেট্রিকটন আমন উৎপাদন হবে বলে আশা করছি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্পজীবনকালের বিনা-১৬, বিনা-১৭ জাতের ধানগুলো পাকতে শুরু করেছে। হাইব্রিড জাত ছাড়াও উচ্চ ফলনশীল ব্রি ধান-৭৫, ব্রি-৮৭ জাতের বেশিরভাগ ধান কাটা-মাড়াই ৫-৭ দিনের মধ্যে শুরু হবে। ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং মাঠপর্যায়ে ধানের পোকামাকড়ের উপদ্রব কমাতে আলোকফাঁদ স্থাপনসহ কৃষি বিভাগ চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর