সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। নদীর মাতাব্বরহাট এলাকায় গতকাল ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- নুরুজ্জামান (৫০) ও তার ছেলে নুর উদ্দিন (২৮)। তারা উপজেলার চর ফলকন ইনিয়নের জাজিরা এলাকার বাসিন্দা।  নিখোঁজ নুরুজ্জামানের ভাগ্নে জিল্লাল জানান, রাতে তারা নদীতে মাছ ধরার সময় পল্টুনের সঙ্গে তাদের নৌকায় ধাক্কা লাগে। এতে ছয় জেলেসহ নৌকাটি নদীতে ডুবে যায়। চারজন সাঁতরে তীরে আসতে পারলেও বাবা-ছেলে নিখোঁজ হন। স্বজনরা জানান, নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করত। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যায় সে। সে সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবাও নিখোঁজ হয়েছেন। স্থানীয় লোকজন রাত থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। কমলনগরের ইউএনও কামরুজ্জামান গতকাল জানান, নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।               -লক্ষ্মীপুর প্রতিনিধি

কুমিল্লার ঘটনায় আরও একজন গ্রেফতার

কুমিল্লা পূজা মন্ডপে পবিত্র কোরআন অবমাননা ও এর জেরে উত্তেজনার ঘটনায় মহিউদ্দিন আহমেদ বাবু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকালে ১ নম্বর আমলি আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী তাকে কারাগারে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম। গ্রেফতার মহিউদ্দিন আহমেদ বাবু কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী হিসিবে পরিচিত। তিনি নগরীর মৌলভীপাড়া এলাকার জাহাঙ্গীর আহমেদের ছেলে। ওসি আনওয়ারুল আজিম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের টিম রাঙামাটির সাজেকের একটি রিসোর্ট থেকে বাবুকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ঘটনার দিন বাবুসহ অন্যরা সহিংসতার উসকানি দেয়। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। হামলার পর সপরিবারে পালিয়ে যায় বাবু।    -কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর