সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

দুশ্চিন্তায় আলু চাষিরা

লালমনিরহাট প্রতিনিধি

দুশ্চিন্তায় আলু চাষিরা

বর্তমানে বাজার দর নিম্নমুখী থাকায় লালমনিরহাটসহ রংপুর অঞ্চলে কৃষকরা এবার আলু চাষে তেমন উৎসাহ দেখাচ্ছেন না। অনেক কৃষক চিন্তায় পড়েছেন আসন্ন মৌসুমে আলু চাষে জমির পরিমাণ কমাবেন নাকি গতবারের মতোই বেশি জমিতে চাষ করবেন। গত বছর এ সময় কৃষকরা আগাম আলুবীজের বুকিং দিলেও এবার এখনো তেমন সাড়া নেই। বীজ পড়ে আছে হিমাগারে। এখনো এ অঞ্চলের কোথাও আগাম আলুর চাষ চোখে পড়েনি। এদিকে চলতি মৌসুমে দরপতনে অনেকে হিমাগার থেকে আলু বের করেননি। ফলে প্রায় ৬০ ভাগ আলুই অবিক্রীত রয়েছে। এমন পরিস্থিতিতে অবিক্রীত আলু আবার ব্যাপক হারে বীজ হিসেবে ব্যবহারের আশঙ্কা করছেন কেউ কেউ। ফলে কৃষি বিশেষজ্ঞরা আসন্ন মৌসুমে আলু চাষে বিপর্যয়ের শঙ্কাও করছেন। যদিও রংপুর অঞ্চলে ২০২১-২২ মৌসুমে সরকারি বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আলুবীজের বরাদ্দ রয়েছে ৩ হাজার ৭১৭ দশমিক ৮৮ টন। সংশ্লিষ্টরা জানান, ২০১৯-২০ মৌসুমে আলুর দাম ভালো পাওয়ায় পরের বছর ২০২০-২১ মৌসুমে চাষিরা ব্যাপক হারে আলু চাষ করেন। রংপুর বিএডিসির উপপরিচালক কৃষিবিদ আসাদুজ্জামান খান বলেন, বর্তমানে আলুর বাজার নিম্নমুখী হওয়ায় এবার আলু চাষে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে যেহেতু অনেকের আলু অবিক্রীত আছে, তাই কেউ কেউ খাবার আলু বীজ হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ফলন বিপর্যয়সহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর