বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সাইলেন্ট জোন হচ্ছে দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি

শব্দদূষণ বিধিমালা, ২০০৬ অনুসারে শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে আবাসিক, বাণিজ্যিক, শিল্পপ্রতিষ্ঠান ও নীরব এলাকায় শব্দের সর্বোচ্চ মানমাত্রা অতিক্রম নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। শুধু আইন প্রয়োগ করে সাধারণ মানুষকে সচেতন করা যাবে না। এ জন্য চাই সবার সহযোগিতা এবং সামাজিক আন্দোলন। দিনাজপুরে কিছু এলাকায় সাইলেন্ট জোন করা হবে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। গতকাল দুপুরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প পরিবেশ অধিদফতর এর আয়োজনে সাংবাদিক ও পরিবহন চালক ও শ্রমিকদের শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. হুমায়ুন কবীর এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, শব্দদূষণের ফলে শ্রবণশক্তি হ্রাস ও স্থায়ীভাবে নষ্ট হয়, উচ্চ রক্তচাপ ও ফুসফুসজনিত জটিলতা দেখা দেয়, ক্ষুধামন্দা ও মানসিক চাপসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়, হৃদরোগসহ মস্তিষ্ক বিকৃতি ঘটে, অনিদ্রা ও স্মরণশক্তি হ্রাস পায়। শব্দদূষণ জনিত অপরাধের শাস্তি হলো- প্রথম বার অনধিক এক মাস কারাদন্ড বা অনধিক ৫ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ড, পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদন্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদন্ড বা উভয়দন্ড।

সর্বশেষ খবর