বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পদ্মায় ইলিশের আকাল হতাশ জেলেরা

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

পদ্মায় ইলিশের আকাল হতাশ জেলেরা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মায় ইলিশ শিকারে নেমেছে জেলেরা। পদ্মায় প্রত্যাশিত ইলিশ মাছ না পেয়ে হতাশ হচ্ছে জেলেরা। এক সময় পদ্মায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এখন পদ্মা নদী থেকে জেলেরা ফিরছেন খালি হাতে। এক সময় পদ্মায় ইলিশ ঝুঁড়ি ভরে বাজারে বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করত ইলিশ ধরে। এখন পদ্মা পাড়ের জেলেদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। পদ্মা পাড়ে যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তার দাম অনেক। খোদ পদ্মা পাড়েই প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা কেজি দরে। গতকাল দুপুর পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনা এলাকা ঘুরে দেখা যায়, অনেক জেলে নদী পাড়ে বসে আছে। কেউ জাল নিয়ে নদীতে যাচ্ছেন আবার কেউ ফিরে আসছেন। পদ্মা থেকে ফিরে আসা জেলে আমিন ব্যাপারী বলেন, নিষেধাজ্ঞা শুরুর থেকে শোনা যাচ্ছিল পদ্মা-যমুনায় এবার ইলিশ নেই। বুধবার ভোরে আমরা ১১ জন জেলে ইঞ্জিনচালিত ট্রলারে পদ্মায় গিয়েছিলাম। ৭ ঘণ্টা নদীতে ছিলাম মাত্র ২ কেজি ইলিশ মাছ পেয়েছি। এ বছর আমাদের নৌকা আর জালের খরচ উঠবে না বলে জানান মোস্তফা। নদীতীরে বসে থাকা জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর পদ্মায় ইলিশ নেই বললেই চলে। সে কারণে তারা পদ্মা কিংবা যমুনায় ইলিশে শিকারের জাল আর ফেলবেন না। ইলিশ শিকারের জালের পরিবর্তে পদ্মার অন্য মাছ ধরার চেষ্টা করে জীবিকা নির্বাহ করবেন তারা।

দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর পাড়ে একটি মৎস্য আড়ত রয়েছে। সেখানে ইলিশ মাছ নেই। প্রতি কেজি ইলিশ ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ক্রয় করতে হয়। ঢাকায় ব্যবসায়ী কিংবা চাকরিজীবীরা অর্ডার করলে আমরা তাদের ইলিশ কিনে দেই। বর্তমানে প্রতি কেজি ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা করে বিক্রি করছি। জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, পদ্মায় ইলিশের আকাল এই বিষয়টি আমার জানা নেই।

সর্বশেষ খবর