বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
৫০ বছরের স্বপ্ন পূরণ

রায়েন্দা-মাছুয়া ফেরি উদ্বোধন দূরত্ব কমেছে ৭০ কিলোমিটার

বাগেরহাট প্রতিনিধি

বহুল প্রতীক্ষিত রায়েন্দা-মাছুয়া ফেরি চলাচলের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কয়েক কোটি মানুষের ৫০ বছরের স্বপ্ন পূরণ হলো। গতকাল দুপুরে কাক্সিক্ষত এ ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তুম আলী ফরাজী। এ সময় রুস্তুম আলী ফরাজী মাছুয়া ঘাট থেকে ফেরি নিয়ে রায়েন্দা ঘাটে আসেন এবং দুই এমপি ফলক উন্মোচনের মাধ্যমে বলেশ্বর নদে মঠবাড়িয়া উপজেলার মাছুয়া ও শরণখোলা উপজেলার রায়েন্দা ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফলে দুই আন্তর্জাতিক সমুদ্রবন্দর মোংলা ও পায়রার সঙ্গে সড়কপথে দূরত্ব কমেছে ৭০ কিলোমিটার। রায়েন্দা-মাছুয়া ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে দুই এমপি ছাড়াও বক্তব্য দেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন প্রমুখ। এ ফেরির উদ্বোধনের খবরে মাছুয়া ও রায়েন্দা ফেরিঘাটে জড়ো হয় শত শত উৎসুক মানুষ। বলেশ্বর নদে রায়েন্দা-মাছুয়া ঘাটের মধ্যে এ ফেরি সার্ভিস চালুর ফলে দুই আন্তর্জাতিক সমুদ্রবন্দর মোংলা ও পায়রার সঙ্গে সড়ক দূরত্ব কমে যাবে ৭০ কিলোমিটার। বাঁচবে সময় ও অর্থ।

সর্বশেষ খবর