শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতু

মাদারীপুর প্রতিনিধি

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতু

মাদারীপুরের কুমার নদের ওপর নির্মিত সেতু -বাংলাদেশ প্রতিদিন

মাদারীপুরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় তা কোনো কাজে আসছে না। শিক্ষার্থী ও স্থানীয়দের যাতায়াতসহ কৃষি পণ্য আনা-নেওয়ার জন্য দুর্ভোগ পড়তে হচ্ছে অন্তত ছয় ইউনিয়নের মানুষের। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। মাদারীপুর স্থানীয় সরকার অধিদফতর সূত্রে জানা যায়, ২০১৮ সালের এপ্রিলে মাদারীপুরের লক্ষ্মীগঞ্জের কুমার নদের ওপর ৯৯ মিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু করে এলজিইডি। চলতি বছরের জুনে কাজের মেয়াদ শেষ হয়। ৭ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ করে হামীম ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৬ কোটি ১৩ লাখ টাকার বিলও প্রদান করা হয়েছে। এখনো শেষ হয়নি সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ। ফলে বেড়েছে জনদুর্ভোগ। সেতুটি চালু হলে জেলা ও সদর উপজেলার সঙ্গে পাঁচখোলা, রাস্তি, কালিকাপুরসহ অন্তত ছয়টি ইউনিয়নের হাজার হাজার মানুষ উপকৃত হবেন। মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, সংযোগ সড়কের জন্য জেলা প্রশাসন জমি বুঝিয়ে না দেওয়ায় কাজ সম্পন্ন করা যাচ্ছে না। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ভূমি অধিগ্রহণে জমির মালিকানা নিয়ে জটিলতা রয়েছে। দ্রুত তা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর