শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

তদন্তে ধীরগতি আইওকে তলব

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গল থানায় মিথ্যা গণধর্ষণ মামলায় চা-বাগানের সহকারী ব্যবস্থাপকসহ পাঁচজনকে হয়রানির অভিযোগ উঠেছে। এই মামলা থেকে মুক্তি পেতে ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সদও দফতরের সিকিউরিটি সেলে অভিযোগ দিয়েছেন চা বাগানের সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান। দুই দফা তাগাদা দেওয়ার পরও মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেননি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা (আইও)। কেন দেওয়া হয়নি তাও আদালতকে জানানো হয়নি যা মামলার বিচারকার্য বিলম্ব ও আইন অবমাননার শালিম। এ কাজের জন্য কেন তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ১৪ নভেম্বর আদালতে হাজির হয়ে আইওকে জানাতে বলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, ‘এজাহারে একটু ভুল হয়েছে। তবে ঘটনা সত্য। ডিএনএ রিপোর্ট দেরিতে আসায় মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরি হচ্ছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর