শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ইসলামে অন্য ধর্মকে ছোট করে দেখার বিধান নেই : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আমাদের প্রিয় নবী ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন। ইসলামে অন্য ধর্মকে ছোট করে দেখার  বিধান নেই। হিন্দু-মুসলমান-খ্রিস্টান-বৌদ্ধ সবাই এ দেশের মানুষ। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে সবাই মিলেমিশে দেশের উন্নয়ন করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সংঘাত সহিংসতা পরিহার করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো সহিংসতা হতে দেওয়া যাবে না। বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তধর্মী সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজিজুর রহমান

-বাগেরহাট প্রতিনিধি

 

গাজীপুরে দুই কারখানায় আগুন

গাজীপুরে কেমিক্যাল ও পোশাক তৈরির দুটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কোনাবাড়ী শিল্প নগরীর ডাইসিন কেমিক্যাল এবং লাইফ টেক্সটাইল লিমিটেড কারখানায় গতকাল এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডাইসিন কেমিক্যাল কারখানার দ্বিতীয় তলার গুদামে বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পুরো কারখানাসহ পাশের লাইফ টেক্সটাইল লিমিটেড নামের পোশাক তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে। এদিকে টঙ্গীর নিশাতনগর মিলগেট লাল মসজিদ এলাকায় বস্তিতে অগ্নিকান্ডে একটি হেফজখানাসহ ১০টি বস্তিঘর পুড়ে ছাই হয়ে গেছে। টঙ্গী দমকল বাহিনীর তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

-গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর