শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

১০ মাসে পানিতে ডুবে ৫৭ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১০ মাসে পানিতে ডুবে ৫৭ মৃত্যু

চট্টগ্রামে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১০ মাসে পানিতে ডুবে ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শরীয়তপুরে সবচেয়ে কম মারা যায়, চারজন। অন্যদিকে গত ১০ মাসে নৌযান দুর্ঘটনা ছাড়া পানিতে ডুবে সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে, ৩১৬ জন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে পানিতে ডুবে মৃত্যুর তথ্য-উপাত্তের ভিত্তিতে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টির তৈরি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিষ্ঠানটি ২০২১ সালের জানুয়ারি থেকে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সারা দেশে পানিতে ডুবে মৃত্যুর তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে জানানো হয়- গত ১০ মাসে চট্টগ্রামে পানিতে ডুবে মারা যাওয়া ৫৭ জনের মধ্যে ৪৭ জনের বয়স নয় বছরের কম। পরিবারের সদস্যদের অগোচরে এসব শিশু পানির সংস্পর্শে গিয়ে মারা যায়। তার মধ্যে ১৩ কন্যাশিশু ও ৩৪ ছেলেশিশু রয়েছে। চট্টগ্রাম ছাড়াও এ সময়ে আরও ১৩ জেলায় জেলাপ্রতি অন্তত ৩০ বা তার বেশিসংখ্যক মানুষ পানিতে ডুবে মারা যান। এর মধ্যে নারায়ণগঞ্জে ৫২, ব্রাহ্মণবাড়িয়ায় ৫১, কক্সবাজার ও ময়মনসিংহে ৪৮, নোয়াখালীতে ৪১ ও চাঁদপুরে ৩৯ জন। গত ১০ মাসে পানিতে ডুবে সবচেয়ে কম মৃত্যু হয়েছে শরীয়তপুর জেলায়, চারজন। একই সময়ে তুলনামূলক কম মৃত্যুর তালিকায় রয়েছে নড়াইল, মাগুরা, বান্দরবান, রাজবাড়ী ও খুলনা জেলা। এসব জেলায় জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জেলাপ্রতি মৃত্যু ছিল দুই থেকে পাঁচ জনের মধ্যে। সমষ্টির গবেষণায় বলা হয়- গত ১০ মাসে নৌযান দুর্ঘটনা বাদে পানিতে ডুবে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে চট্টগ্রাম বিভাগে ৩১৬ জন।

এ ছাড়া ঢাকায় ২৪০, রাজশাহীতে ১৫৮, ময়মনসিংহে ১৩০, বরিশালে ১২৪, রংপুরে ১০৮, খুলনা বিভাগে ১০৪ জন মারা যান। সবচেয়ে কম মৃত্যু ছিল সিলেট বিভাগে, ৬৯ জন।

সর্বশেষ খবর