শিরোনাম
শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মাদরাসার মাঠেই ধান চাষ

ঠাকুরগাঁও প্রতিনিধি

মাদরাসার মাঠেই ধান চাষ

স্কুল-মাদরাসা বন্ধের সুযোগে খেলার মাঠে করা হয়েছে ধান চাষ। এতে নষ্ট হয়েছে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চন্দন চহট আলহাজ ইমারউদ্দিন দাখিল মাদরাসা মাঠে ধান চাষের দৃশ্য চোখে পড়বে। অভিযোগ উঠেছে, এ কাজে সহায়তা করছেন মাদরাসা সুপার। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। আব্দুল কাদের নামে এক অভিভাবক বলেন, দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ছেলে-মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। সেই সুযোগে মাদ্রাসার মাঠে ধান চাষ করা ঠিক হয়নি। এতে মাঠে খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে। চন্দন চহট আলহাজ ইমারউদ্দিন দাখিল মাদরাসার সুপার মমতাজ আলী বলেন, স্থানীয়দের সহযোগিতায় মাদরাসার কার্যক্রম চালিয়ে আসছি। শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারি না। অফিস সহকারীর অনুরোধে করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকায় ধান চাষের অনুমতি দিয়েছি। তাছাড়া মাদরাসা বন্ধের কারণে শিক্ষার্থীর খেলাধুলা-তো করে না। রানীশংকৈল ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ধান চাষ করার কোনো বিধান নেই। মাঠটি খেলার জন্য উম্মুক্ত থাকবে। এ বিষয়ে মাদরাসার সুপারকে ডেকে              শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর