শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

হিন্দু মহাজোটের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, শ্লীলতাহানির প্রতিবাদ, সাত দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, দুষ্কৃতকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের দিনাজপুর মানববন্ধন করেছে। গতকাল বিকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন হিন্দু মহাজোটের নেতা-কর্মীরা।

সংগঠনটির নেতা-কর্মী ও সমর্থকরা।

 বক্তারা, সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিপীড়ন বন্ধসহ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে থাকলে সব ধরনের হামলার ঘটনা প্রতিরোধ করা সম্ভব।  মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর শাখার সভাপতি অধ্যাপক প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির কাহারোল উপজেলা শাখার সভাপতি বাবু যোগেশচন্দ্র রায়, খানসামার সভাপতি বাবু কিশোর কুমার রায়, চিরিরবন্দরের সভাপতি অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়, বোচাগঞ্জের সভাপতি বাবু দেবেন্দ্রনাথ রায় প্রমুখ।

সর্বশেষ খবর