সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ

এমপির প্রভাবে হেরেছে নৌকা

পটুয়াখালী প্রতিনিধি

স্থানীয় এমপি এস এম শাহাজাদা প্রভাব খাটিয়ে হারিয়েছেন পটুয়াখালীর গলাচিপার গজালিয়া ইউপির নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আ.খ.ম জাহাঙ্গীর হোসাইনের ভাই খালিদুল ইসলাম স্বপনকে। জেলা প্রেস ক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে গতকাল সংবাদ সম্মেলনে স্বপন এ অভিযোগ করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোট পুনর্গণনার জন্য লিখিত অভিযোগ দিলেও তা কাজে আসেনি। গলাচিপা উপজেলা যুবলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী স্বপন লিখিত বক্তব্যে ভোটের ফল নিয়ে নানা অসঙ্গতি তুলে ধরেন। তিনি বলেন, গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর পূর্ব গজালিয়া প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব হরিদেবপুর কেন্দ্রে প্রভাব খাটান গলাচিপা-দশমিনা আসনের এমপি শাহাজাদা। নির্বাচনের আগের রাতে ৯ নম্বর ওয়ার্ডের প্রিসাইডিং অফিসার সাইদুর রহমানকে পরিবর্তন করে এমপির আস্থাভাজন সামসুল হককে দায়িত্ব দেওয়া হয়। উত্তর-পূর্ব গজালিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার ভোট দেখানো হয় মাত্র ৩৮টি। যেখানে ওয়ার্ড কমিটির সদস্যই আছেন ৬৫ জন। এর বাইরে নৌকা প্রার্থীর নিকট আত্মীয়-স্বজন রয়েছেন। নির্বাচনের পরদিন কেন্দ্রের বাইরে মাঠে সিল পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নৌকার প্রার্থী আরও অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে এমপি এস এম শাহাজাদা ও উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ প্রভাব খাটিয়ে তাকে মাত্র ৮২ ভোটে পরাজিত করে শান্তি কমিটির পরিবারের সদস্য হাবিবুর রহমানকে বিজয়ী করেন। ওই তিন কেন্দ্রের ভোট পুর্নগননার দাবি জানান স্বপন।

সর্বশেষ খবর