সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

লেখক প্রমথ চৌধুরীর জমি দখলের অভিযোগে পরোয়ানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রখ্যাত লেখক প্রমথ চৌধুরী ও কলকাতা হাই কোর্টের বিচারপতি স্যার আশুতোষ চৌধুরীর স্বাক্ষর জাল করে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ৩০.৭৮ একর জমি দখলের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সরকারের পক্ষে উল্লাপাড়া বড় পাঙ্গাসী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আবুল হোসেন বাদী হয়ে ২০১৯ সালের ৪ এপ্রিল উল্লাপাড়া থানা আমলি আদালতে মামলাটি করেন।  আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। সিআইডি পুলিশ পরিদর্শক মো. নুরে আলম সিদ্দিকী তদন্ত শেষে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গতকাল তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ধার্যের দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলা সূত্রে জানা যায়, প্রমথ চৌধুরী যশোর জেলায় জন্মগ্রহণ করলেও তাঁর পিতৃনিবাস পাবনার চাটমোহর থানার হরিপুর গ্রামে।

ওই সময় সিরাজগঞ্জে প্রমথ চৌধুরী ও তাঁর ভাই আশুতোষ চৌধুরী এবং ভাতিজা কল্যাণ কুমার চৌধুরীসহ তাঁর স্বজনরা খাদুলী গ্রামের বহু সম্পত্তি কেনেন। প্রমথ চৌধুরী-আশুতোষ চৌধুরী ও তাঁর স্বজনরা পাক-ভারত বিভক্তির পরেই জমিজমা রেখে ভারতে চলে যান। সেখানেই প্রমথ চৌধুরী ১৯৪৬ সালে এবং কলকাতা হাই কোর্টের বিচারপতি স্যার আশুতোষ চৌধুরী ১৯৩৪ সালে মারা যান। কিন্তু তাদের মৃত্যুর ৪০ বছর পর খাদুলী গ্রামের সাইফুল ইসলাম ওরফে সয়ফল ও তার বাবা আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ আলী জালিয়াতির মাধ্যমে ৩০.৭৮ একর জমি দখল করে নেন।

সর্বশেষ খবর