মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

১৫ ইউপিতে জামানত হারালেন ২২ চেয়ারম্যান প্রার্থী

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার ধামরাই উপজেলার ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আওয়ামী লীগ মনোনীত এক নৌকার প্রার্থীসহ ২২ জন জামানত হারিয়েছেন। যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন- সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত শাহাবুদ্দিন, জাতীয় পার্টির আবদুল হাদী, কুল্লা ইউনিয়নে জাতীয় পার্টির জানিফ হোসেন, ইসলামী আন্দোলনের আবদুল কুদ্দুস মিয়া, ভাড়ারিয়া ইউনিয়নে জিয়াউল হক, আবদুর রাজ্জাকসহ ২২ জন।     -ধামরাই প্রতিনিধি

 

 

দাউদকান্দিতে আওয়ামী লীগের বর্ধিত সভা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্‌বায়ক বাষুদেব ঘোষ। সভায় ২৮ নভেম্বর অনুষ্ঠিত গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করার আহ্‌বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, গৌরীপুর ইউনিয়নে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নোমান সরকার। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি সালাউদ্দিন রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল অদুদ সরকারসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সভায় বক্তব্য রাখেন।  

-দাউদকান্দি প্রতিনিধি

 

ইউপি চেয়ারম্যান পদে আপন দুই ভাই

আগামী ২৮ নভেম্বর ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ভাঙ্গার নাছিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন প্রতিদ্ধন্ধিতা করছেন। এর মধ্যে আপন দুই ভাইও প্রার্থী হয়েছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী (টেলিফোন মার্কা) ও তার আপন ছোট ভাই মো. সম্রাট (মোটরসাইকেল মার্কা)। এলাকাবাসী জানান, ১৯৯৭ সালের ইউপি নির্বাচনে নাছিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান ফকির। পিতার মৃত্যুর পর গত ২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচিত হন তার বড় ছেলে নূরে আলম ছিদ্দিকী। এবারের নির্বাচনে প্রয়াত সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ফকিরের দুই ছেলে প্রতিদ্ধন্ধিতা করছেন। এ ব্যাপারে নতুন প্রার্থী মো. সম্রাট বলেন, নির্বাচনে প্রার্থী হয়েও আমি চাই আমার বড় ভাই নির্বাচিত হোক।    

আমি আমার বড় ভাইয়ের প্রতিযোগী নই, বরং সহযোগী। বর্তমান চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী বলেন, আমার ছোট ভাই প্রার্থী হয়েছে আমাকে সহযোগিতা করার জন্য। দুই ভাই প্রার্থী হওয়ায় প্রতি ভোট কক্ষে আমাদের এজেন্ট বেশি থাকবে। নির্বাচনের দিন দুই ভাইয়ের গাড়ির পাসও বেশি থাকবে। নির্বাচনী এলাকা ঘুরে বড় ভাই নূরে আলম ছিদ্দিকীর প্রচারণা চোখে পড়েছে। ছোট ভাই মো. সম্রাটের কোনো প্রচারণা চোখে পড়েনি।

-ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর