মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাঁশবাগান থেকে পাইপগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে বাঁশবাগানের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করেছে র‌্যাব-১২-এর সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গত রবিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের ওই বাঁশবাগান থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন। পরে ওই রাতেই শেরপুর থানায় অস্ত্রটি হস্তান্তর করা হয়।

 র‌্যাব-১২ ক্যাম্পের ডিএডি তোজাম্মেল হোসেন জানান, ঢাকা-বগুড়া মহাসড়কে টহল দিচ্ছিলেন তাঁরা। একপর্যায়ে উক্ত স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে-গোপনে এমন সংবাদ পান। পরে সেখান থেকে দেশীয় তৈরি পাইপগানটি উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ১৫ ইঞ্চি। আর ঝালাইকৃত বাটের দৈর্ঘ্য ৪ ইঞ্চি। অস্ত্রটিতে মরিচা পড়া ছিল। এরপর উদ্ধার হওয়া পাইপগানটি শেরপুর থানায় হস্তান্তর করে একটি লিখিত অভিযোগ দেন বলে জানান তিনি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান র‌্যাবের সদস্যরা উদ্ধার করা দেশীয় তৈরি পাইপগানটি রবিবার রাতে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।

সর্বশেষ খবর