বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

ঢাকার আশুলিয়ায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মোর্শেদ (৪০) নামে এক ব্যক্তি। আশুলিয়ার জিরানী এলাকার এক বাড়িতে গতকাল সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোর্শেদকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। তার স্ত্রী লাইলি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোর্শেদ ও লাইলির বাড়ি নাটোর জেলায়। পোশাক কারখানায় কাজ করেন লাইলি। মোর্শেদ ভাঙারির ব্যবসা করেন। ২০০৯ সালে তাদের বিয়ে হয়। তারা আশুলিয়ার জিরানী এলাকায় ভাড়া থাকেন। পুলিশ জানায়, সোমবার সকালে পারিবারিক কলহের জেরে মোর্শেদ মিয়া ধান কাটার কাঁচি দিয়ে স্ত্রীর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে নিজের শরীরে গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোক মোর্শেদকে আটক করেন। আশুলিয়া থানার এসআই কাউছার হামিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর পরকীয়া সন্দেহের জেরে এ ঘটনা ঘটেছে।               -সাভার প্রতিনিধি

 

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১

মুন্সীগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আলম গজারিয়া উপজেলার আনারপুর এলাকার সুনু মিয়ার ছেলে। মুন্সীগঞ্জ সদর উপজেলা পুলিশ লাইনের সামনে থেকে গত সোমবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি আবদুল মোমেন। এ সময় প্রতারকের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। আবদুল মোমেন বলেন, ‘আমার অমুকের সঙ্গে তমুকের সঙ্গে পরিচয় আছে। আমি পুলিশে নিয়োগ দেব। এসব কথা বলে চাকরি প্রার্থীদের কাছ থেকে কেউ কেউ টাকা নিয়েছে- এমন গোপন খবর পেয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এ পর্যন্ত পাঁচজনের কাছ থেকে টাকা নিয়েছে বলে জানায়। তার দেওয়া তথ্যে আলমের বাড়ি থেকে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। প্রতারণার ঘটনায় মামলা হয়েছে।           -মুন্সীগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর