বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার

রংপুরের কাউনিয়া উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে দলের নিদের্শনা অমান্য করায় উপজেলার তিনটি ইউনিয়নের পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গত সোমবার দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৮  নভেম্বর কাউনিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে দলীয় নির্দেশনা অমান্য করায় বালাপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু ফেরদৌস মো. মোহসীন হীরা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম, হারাগাছ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজার রহমান বসুনিয়া, কুর্শা ইউনিয়নে রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুল মজিদ দলের সিদ্ধান্তকে অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সন্ধ্যায় কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের অফিসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের বর্ধিত সভায় সবার মতামতের ভিত্তিতে পাঁচ বিদ্রোহী প্রার্থীকে তাদের স্ব-স্ব পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি আবদুল জলিল, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ।

সর্বশেষ খবর