বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিষাক্ত ধোঁয়ায় নারী শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ার শেরপুরে একটি কারখানার বিষাক্ত ধোঁয়ায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মোছা. আয়েশা আক্তার (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন কারখানাটির আরও তিন শ্রমিক। তাদেরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের এক কেমিক্যাল কারখানায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আয়েশা আক্তার ওই কারখানায় কর্মরত শ্রমিকদের রান্নার কাজ করতেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে কাজে যোগ দিতে কারখানাটিতে যান। বিকাল সোয়া চারটার দিকে কারখানার শ্রমিকদের জন্য রাতের খাবার রান্না করছিলেন তিনি। এসময় হঠাৎ রান্নাঘরের পাশের একটি ঘর থেকে প্রচুর বিষাক্ত ধোঁয়া বের হতে থাকে। সেসঙ্গে রান্নাঘরের ভিতরেও ঢুকে পড়ে এসব বিষাক্ত ধোঁয়া। এক পর্যায়ে রান্নার কাজে থাকা আয়েশা আক্তারের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে চিৎকার করতে থাকেন। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে যান কারখানার তিন শ্রমিক। এরপর তারাও অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। আর অন্যান্য আহতদের উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। এরপর তাদেরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর কারণ সম্পর্কে জানা ও বলা সম্ভব হবে। সে মোতাবেক আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া উক্ত ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর