বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

একপেশে নীতি পরিহারের দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত রাস্তা প্রশস্ত করণে একপেশে নীতি পরিহার করে দুপাশ সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের উত্তর তেমুহনী থেকে শুরু করে রামগতি বাসস্ট্যান্ড হয়ে ঝুমুর পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে এ দাবি তোলেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়। মানববন্ধনে তারা আরও বলেন, তাদের দাবি রাস্তা প্রশস্তের জন্য দুপাশে সমানভাবে কাটতে হবে। গত ৫ নভেম্বর তারিখের নোটিসের আলোকে বিষয়টি অবগত হন ব্যবসায়ী, দোকান মালিক ও ভূমি মালিকরা। এতে করে শহরে অবস্থিত বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট, এন সি সি ব্যাংক, ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংকসহ ৬টি ব্যাংকসহ বিভিন্ন অফিসের বিল্ডিং ভাঙচুরের সম্মুখীন হবে।

সর্বশেষ খবর