বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আগামী নির্বাচনে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন : শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আগামী নির্বাচনে জনগণের রায়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। আর তিনি পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করবেন। গতকাল নড়িয়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।  এনামুল হক শামীম বলেন, সারা বিশ্বে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে রাষ্ট্রনায়ক যারা বিশ্ব নেতৃত্বেও গৌরবের অধিকারী হয়েছেন তাদের অন্যতম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাঁর সুচিন্তিত পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের কারণে জাতিসংঘ ও বিশ্বব্যাংক বাংলাদেশকে তৃতীয় বিশ্বের উন্নয়নের রোলমডেল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। নিম্ন আয়ের বাংলাদেশ এখন পরিণত হয়েছে মধ্যম আয়ের দেশে। এদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী, আর সেই উন্নয়নের কান্ডারি হয়ে সেবা করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। -শরীয়তপুর প্রতিনিধি

হাত-পা বাঁধা বস্তাবন্দী যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি কারখানার শ্রমিক যুবকের বস্তাবন্দী হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই সময় নিহতের মাথা থেকে কোমর পর্যন্ত একটি বস্তাবন্দী ছিল। এ ছাড়া হাত ও পায়ে দড়ি বাঁধা, মুখে স্কচটেপ পেঁচানো ছিল। তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকার মামুন ভিলার বাড়িতে মেসে ভাড়া থাকতেন। এমএস ডাইং নামের এক কারখানায় চাকরি করতেন। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মৎস্য ব্যবসায়ী ইমাম মেহেদী হাসানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ও পরিবার। গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নিখোঁজের  স্ত্রী মোনতাহেনা পিংকি। এ সময় তিনি জানান, গত ৬ নভেম্বর ফুলবাড়িয়ায় নিজের ফিসারি থেকে বাড়ি ফেরার সময় তার স্বামী  ইমাম মেহেদী হাসান নিখোঁজ হন। ওইদিন বিকাল ৫টার দিকে একটি সাদা মাইক্রোবাস ও দুটি মোটর সাইকেলযোগে একদল লোক মেহেদী হাসানকে উঠিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি নিখোঁজ স্বামীকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন। -ময়মনসিংহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর