বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

হঠাৎ দেবে গেছে ১১ বসতবাড়ি ঝুঁকির মুখে আরও ৩২টি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

হঠাৎ দেবে গেছে ১১ বসতবাড়ি ঝুঁকির মুখে আরও ৩২টি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট জোহরপুরে হঠাৎ মাটিতে দেবে গেছে ১১টি বাড়ি। আরও ৩২টি বাড়ি ঝুঁকির মুখে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই অন্যের বাড়িসহ খোলা আকাশের নিচে বাস করছেন। জানা যায়, গত রবিবার শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের জোহরপুর গ্রামের ১১টি বাড়ি মাটির নিচে বসে গেছে এবং কয়েকটি বাড়ির মেঝেতে-দেয়ালে ফাটল ধরেছে। বাড়ির লোকজন জিনিসপত্র অন্যত্রে সরিয়ে নিয়েছেন। দেবে যাওয়া বাড়িগুলো দেখতে লোকজন ভিড় জমাচ্ছেন। গ্রামের শ্রী তপন হলদারের স্ত্রী সুন্দরী রানী জানান, রবিবার দুপুর ১টার দিকে আমরা বাড়ির উঠানে বসেছিলাম। এ সময় হঠাৎ করে দেখি তিনটি ছাদ দেওয়া ঘর, একটি রান্নাঘর ও একটি টয়লেট মাটির নিচে বসে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেগুলো সম্পূর্ণ দেবে যায়। আশপাশের ঘরগুলোতেও ফাটল ধরেছে। একই গ্রামের আহাদুল ইসলামের স্ত্রী জেলিসা বেগম জানান, সাত দিন আগে আমাদের ঘরের মেঝেতে হঠাৎ করে ফাটল দেখতে পাই। তখন গুরুত্ব দেয়নি। পরে দেখি ঘর আস্তে আস্তে নিচের দিকে বসে যাচ্ছে। এ পর্যন্ত আমাদের তিনটি ঘর দেবে গেছে। দেয়ালগুলোয় প্রথমে ফাটল ধরছে এবং আস্তে আস্তে ধসে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেট অপারেটর কানসাট ড্যারা (খালের) স্লুইস গেটগুলো উন্মুক্ত করে দেওয়ার ড্যারাটি দ্রুত পানিশূন্য হওয়ায় এ ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর