শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

দিনাজপুরে বৈচিত্র্যময় হস্তশিল্প প্রদর্শনী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব হস্তশিল্পের প্রসারে পরিবেশবান্ধব বৈচিত্র্যময় হস্তশিল্প প্রকল্পের প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেসরকারি সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় শহরের সুইহারীর এলাকার একটি ভবনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাস্তবায়নাধীন দিনাজপুরে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় এই প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর শহরের সুইহারীর একটি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। সভায়, টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব হস্তশিল্পের প্রসারে বৈচিত্র্যময় পণ্য তৈরিতে প্রযুক্তিগত ব্যবহার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি পরিবেশকে ঠিক রেখে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। প্রকল্পটি রংপুরের রংপুর সদর, কাউনিয়া ও দিনাজপুরের সদর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলায় বাস্তবায়নাধীন আছে বলে জানান আয়োজকরা। পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক মোহাম্মদ রেসালাত সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিসিকের দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার হোসনে আরা খাতুন, দিনাজপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সমিউল আলম কোরেশি। সংস্থার প্রজেক্ট ম্যানেজার আয়েশা সিদ্দিকার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, প্রজেক্ট এর প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার মনিরুজ্জামান মনির, প্রকল্প ম্যানেজার মো. ইরফানুল বারী প্রমুখ।

সর্বশেষ খবর