শিরোনাম
শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্থগিত হওয়া পৌর নির্বাচন ৩০ নভেম্বর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন যে পর্যায় হতে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে পুনরায় নির্বাচন কার্যক্রম শুরু করে আগামী ৩০ নভেম্বর ভোট গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

 এর আগে গত ২ নভেম্বর ভোট গ্রহণ করার কথা থাকলেও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোটার অন্তর্ভুক্ত হওয়া না হওয়া নিয়ে গত ২৬ অক্টোবর নির্বাচন স্থগিত করা হয়েছিল। এদিকে পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  তারা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান, বিএনপির স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগ বিদ্রোহী মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের সাবেক শিবির নেতা মো. মোস্তাফিজুর রহমান মুকুল। এ ছাড়াও ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় এবার ভোটার রয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৪৩২ জন। নারী ভোটার রয়েছেন ৭৪ হাজার ৬৫ জন। মোট ভোট কেন্দ্র ৭২টি। উল্লেখ্য, সীমানা জটিলতা নিয়ে আদালতে থাকা রিট পিটিশনের কথা উল্লেখ করে গত ২৬ অক্টোবর নির্বাচন কমিশন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করেছিল। তফসিল অনুযায়ী গত ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সর্বশেষ খবর