রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জমে উঠেছে পৌর নির্বাচন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

জমে উঠেছে পৌর নির্বাচন

আগামী ২৮ নভেম্বর গলাচিপা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে পৌর শহরের হোটেল-রেস্তোরাঁ, চায়ের দোকান, অলি-গলিতে প্রার্থীদের পক্ষে বিপক্ষে চলছে তর্ক-বিতর্ক, যুক্তি-পাল্টা যুক্তি এবং চুলচেরা বিশ্লেষণ। আর এ নির্বাচরের প্রচারণাকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকে মুখরিত পৌর শহর। এবারের পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র আহসানুল হক তুহিন, আওয়ামী লীগের বিদ্রোহী জগ মার্কার প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কার প্রার্থী মুহাম্মদ নাজমুল হুদা রিপন। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীই এখন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য মরিয়া উপজেলা আওয়ামী লীগ। পৌর এলাকার প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে। জানা গেছে, গলাচিপা পৌরসভা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম প্রশাসক ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল বারেক ঢালী। এর পর প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন বিএনপি নেতা আবু তালেব মিয়া। দ্বিতীয় নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম হাজী আবদুল ওহাব খলিফা নির্বাচিত হন। এর পর টানা তিনবার তিনি মেয়র নির্বাচিত হন। হাজী আবদুল ওহাব খলিফার মৃত্যুর পর তাঁর ছেলে আহসানুল হক তুহিন নৌকা মার্কা নিয়ে মেয়র নির্বাচিত হন। এবারও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড তাকে দলীয় মনোনয়ন দেয়। উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, পৌর নির্বাচনে দলীয় প্রার্থিতার জন্য গত ১৬ অক্টোবর গলাচিপা পৌর আওয়ামী লীগের কাউন্সিলে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ। পরে উপজেলা আওয়ামী লীগ এ তিনজনের নামই সুপারিশ করে কেন্দ্রে পাঠায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আহসানুল হক তুহিনকে দ্বিতীয় বারের মতো দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে জগ মার্কা নিয়ে অংশ নিচ্ছেন মামুন আজাদ। বিদ্রোহী প্রার্থী মামুন আজাদকে গলাচিপা নাগরিক কমিটি নামের একটি নতুন সংগঠন সমর্থন দিয়ে সংবাদ সম্মেলন করেছে। এ ছাড়া বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় দলটির উল্লেখযোগ্য কর্মীরা বিদ্রোহী প্রার্থী মামুনকে সমর্থন দিতে দেখা গেছে বলে সাধারণ ভোটাররা জানান। গলাচিপা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌর এলাকায় মোট ভোটার ১৬ হাজার ৩৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৯০০ ও নারী ভোটার ৮ হাজার ৪৪০ জন। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর