শিরোনাম
রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বাইসাইকেল র‌্যালি

রাজবাড়ী প্রতিনিধি

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বাইসাইকেল র‌্যালি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কাজ করেছেন এমন বহু নেতা-কর্মী ছিলেন রাজবাড়ীতে। তাদের অনেকে এখন বেঁচে নেই। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরীর পক্ষে রাজবাড়ী এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন গ্রামের পর গ্রাম একটি বাইসাইকেল নিয়ে প্রচারণা চালিয়েছিলেন তিনি। সেদিনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারীদের মধ্যে জীবিত আছেন শওকত আলী মোল্ল্যা। কিছুদিন আগে নির্বাচনে শেখ মুজিবের প্রচারণার বিষয়টি তিনি তুলে ধরেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলাসদ বেগমের কাছে। ঘটনাটি শুনে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইকেল র‌্যালি আয়োজন করা হয়েছে। আজ সকালে রাজবাড়ী বাসটার্মিনাল থেকে সাইকেল র‌্যালি বের হয়ে শহীদ খুশি রেলওয়ে মাঠে গিয়ে শেষ হবে। র‌্যালি উদ্বোধন করবেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরমত আলী। র‌্যালিতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটির সঙ্গে বাংলাদেশের কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে। তিনি রাজবাড়ীতে নির্বাচনের প্রচারণায় বাইসাইকেল ব্যবহার করেছিলেন। অনেকে তখন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। এর মধ্যে আমাদের জানামতে একজন জীবিত আছেন। তার একটি চিঠি আমাদের কাছে এসেছে। চিঠির বিষয়ে সত্যতা যাচাই করে আমরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাইকেল র‌্যালি আয়োজন করেছি।

সর্বশেষ খবর