রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাগেরহাটে খেয়ার ইজারা নিয়ে ফেরিঘাটে টোল আদায়

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে খেয়ার ইজারা নিয়ে ফেরিঘাটে টোল আদায়

সড়ক বিভাগের শরণখোলার রায়েন্দা-বড়মাছুয়া ফেরিঘাটের ইজারা না নিয়ে ৫০০ মিটার দূরের খেয়াঘাটের ইজারাদার ফেরিঘাটে এসে অবৈধ উপায়ে টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে বলেশ্বর নদীর বাগেরহাটের শরণখোলা রায়েন্দা পাড়ে বিক্ষোভ মিছিল ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া পাড়ে ফেরিতে মানববন্ধন করেছেন তারা। এ সময়ে রায়েন্দা পাড়ে উত্তেজিত এলাকাবাসী অবৈধ টোলঘর ভেঙে দিয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মোংলা বন্দরের সঙ্গে পায়রা বন্দরের ৭০ কিলোমিটার সড়ক পথ কমিয়ে আনতে বাগেরহাটের শরণখোলা, রায়েন্দা ও পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়ার মধ্যে সড়ক বিভাগ ফেরি সার্ভিস চালু করে। গত ১০ নভেম্বর পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তুল আলী ফরাজী ও বাগেরহাট-৪ আসনের এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের উদ্বোধনের মধ্যদিয়ে এ ফেরি সার্ভিস চালু হয়। ফেরি চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যায়। এ অবস্থায় একটু দূরের খেয়াঘাটের ইজারাদার শুক্রবার থেকে রায়েন্দা ফেরিঘাটে এসে টোল আদায় শুরু করেন। ঘাটে টোল ঘর নির্মাণ করে বেড়া দিয়ে গেট বানিয়ে টোল আদায় করায় ভুক্তভোগী মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদে গতকাল দুপুরে রায়েন্দা ঘাটপাড়ে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে বেড়া ও টোলঘর ভেঙে দেন। ইউপি সদস্য মো. কাইয়ুম হোসেন, স্কুল শিক্ষক আলী হায়দার সোহেল বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে খেয়াঘাটের ইজারা নিয়ে সড়ক বিভাগের ফেরিঘাটে টোল আদায় জনসাধারণের সঙ্গে চরম অন্যায় করা হচ্ছে।

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, এ ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়েছে। এখন থেকে খেয়াঘাটের ইজারাদার ফেরিঘাটে গিয়ে টোল আদায় করতে পারবে না। খেয়াঘাটের ইজারাদার মো. সালাম হাওলাদার বলেন, ফেরি চালু হওয়ার পর থেকে আমাদের লোকসান হলে টাকা ফেরত চেয়ে খুলনার বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করলে তার নির্দেশনা অনুযায়ী টোল আদায় শুরু করেছিলাম। আজ প্রশাসন তা বন্ধ করে দিয়েছে।

সর্বশেষ খবর