রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

টঙ্গী সেতু দিয়ে যানচলাচল শুরু

টঙ্গী প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতুর ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ গতকাল রাতেই শেষ হয়েছে। তবে আজ রবিবার সকাল থেকে ওই সেতু দিয়ে যান চলাচল করতে পারবে। এতে করে কমে আসবে মহাসড়কে যানজট। রাত ১০টার সময় সেতু বিভাগের কর্তৃপক্ষ সড়ক দিয়ে যান চলাচলের উপযোগী করে দেন। এবং যান চলাচলে কোনো বাধা নেই বলে ঘোষণা দেন।

কিন্তু ওই সেতুর প্রবেশ পথে লাইট কিংবা ডিভাইডারসহ একটু সমস্যা থাকার কারণে দিনের বেলায় যানচলাচল শুরু করবে। এ ব্যাপারে বিআরটি প্রকল্পের সেতু বিভাগের প্রকল্প পরিচালক মহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার কাজ শেষ। সেতু দিয়ে যানচলাচলে কোনো বাধা নেই। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাধা থাকতে পারে। এ ব্যাপারে ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফয়জুল ইসলাম বলেন, সেতুর লোকজন কাজ শেষ করলে হবে না। সেতুর প্রবেশ পথে লাইট কিংবা ডিভাইডার নেই, তাই রাতে সেতু চালু করলে সমস্যা হতে পারে।  তাই সকালে চালু করা হবে।

সর্বশেষ খবর