সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাবাকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বাবা-দুলাভাইকে অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি চাইনিজ কুড়াল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। চন্দ্রগঞ্জ থানায় গতকাল তাদের বিরুদ্ধে অপহরণ ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে বলে গণমাধ্যমকে জানায় পুলিশ। এরআগে শনিবার রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মেয়েটি নবম শ্রেণির ছাত্রী।

জানা যায়, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে রাসেল নামে এক যুবক মেয়েটিকে উত্ত্যক্ত করত। শনিবার রাতে ছাত্রীকে তুলে নেওয়ার উদ্দেশে রাসেলসহ ৮-১০ জন মুখোশধারী লোক তাদের ঘরে ঢুকে বাবা ও দুলাভাইকে অস্ত্র ঠেকিয়ে মেয়েটিকে অটোরিকশায় তুলে। এ সময় ছাত্রী ও পরিবারের লোকজন চিৎকার করলে স্থানীয়রা এসে রাসেল, আরিফ হোসেন, শাওন, মোরশেদ আলম ও রবিউল আলমকে আটক করে পুলিশে দেন। চন্দ্রগঞ্জ থানার ওসি ফজলুল হক বলেন, আটকদের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার অপহরণ মামলা ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিদের মধ্যে রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ খবর