শিরোনাম
সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বিএনপি গণঅনশনের নামে গণতামাশা করছে : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, বিএনপি নেতা-কর্মীরা গণঅনশনের নামে গণতামাশা করেছেন। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখাবেন না। বিএনপি নেত্রী আদালত থেকে সাজাপ্রাপ্ত। প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর বিষয়টি আইনি ব্যাপার। এ নিয়ে সরকারকে গদিচ্যুত করার হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। আওয়ামী লীগ জনগণের দল। হুমকি দিয়ে লাভ হবে না। গতকাল ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে খুলনা জেলার পোল্ডার নম্বর ১৪/১-এর পুনর্বাসন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্পের (কম্পোনেন্ট-১, বাপাউবো অংশ) পর্যালোচনা সভায় অংশ নেন।              -শরীয়তপুর প্রতিনিধি    

নিখোঁজ সাংবাদিকপুত্রের লাশ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক পূর্বপাড়ার ডোবা থেকে কলেজছাত্র রিমন হোসেন জনির (১৮) অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছে। জনি স্থানীয় সাংবাদিক জসিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত শনিবার বিকালে  ডোবায় শ্রমিকরা কাজ করতে গেলে মৃতদেহ ভাসতে দেখে তারা থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে। পকেটে থাকা মানিব্যাগে তার মায়ের ছবি দেখে পরিচয় শনাক্ত করা হয়। জসিম উদ্দিন বলেন, গত ২ নভেম্বর নিখোঁজ হয় তার ছেলে জনি। সম্ভব্য সব স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে ১৮ নভেম্বর শাহরাস্তি থানায় জিডি করেন। শাহরাস্তি থানার ওসি জানান, লাশ মর্গে পাঠানো হবে।                -চাঁদপুর প্রতিনিধি

 

কাদের মির্জার চার অনুসারী গ্রেফতার

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার চার অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারা হলো- উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রাকিব, বসুরহাট পৌরসভা এলাকার শুভ কুমার দাস, আবদুল হাই ও চরহাজারী ইউনিয়নের আবদুল কাইয়ুম। গতকাল এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম। তিনি জানান, বিভিন্ন সময়ে পুলিশের সঙ্গে খারাপ আচরণ ও উপজেলার হাজারী হাটে মারামারির ঘটনায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। এসপি আরও বলেন, গ্রেফতাররা পুলিশ হেফাজতে আছে। তাদের আদালতে পাঠানো হবে।               -নোয়াখালী প্রতিনিধি 

 

১০০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন পাঁচজনকে জরিমানা

গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে পাঁচজনকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে প্রায় ১ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় কিছু অসাধু লোক ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়িতে অবৈধ সংযোগ দিচ্ছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।   -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর