মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পদ্মায় গুলিতে আহত ছয় শ্রমিক

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মা নদীতে বালু কাটায় কর্মরত ছয়জন শ্রমিকের ওপর গুলির ঘটনা ঘটেছে। এতে ছয় শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে গুলির ঘটনা পদ্মা নদীর রাজবাড়ী অংশের মধ্যে নয় বলে দাবি করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। বালু উত্তোলন নিয়ে আধিপত্য বিস্তার অথবা ইউনিয়ন পরিষদ নির্বাচনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। গতকাল সকালে বালু কাটতে গেলে পাবনা জেলার নাজিরগঞ্জ থেকে কতিপয় দুর্বৃত্ত গুলিবর্ষণ করে।  আহতরা হলেন- বরিশাল জেলার সেন্টু মোল্লার ছেলে আবু তালেব মোল্লা (৩৫), চাঁদপুর জেলার সিদ্দিকের ছেলে মমিন হোসেন (৪২), ময়মনসিংহ জেলার সামছু শেখের ছেলে হাবিব শেখ (৩৫), চাঁদপুর জেলার আলী আহম্মেদের ছেলে আলী আকবর (৩০) এবং ভোলা জেলার খোরশেদ আলমের ছেলে মোশাররফ হোসেন (৩৪)। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো তারা পদ্মা নদীতে বালু কাটতে যায়। সকাল ১০টার দিকে পাবনা জেলার নারিজগঞ্জ এলাকা থেকে দুর্র্বৃত্তরা কয়েকটি ট্রলারে এসে বাল্কহেডে গুলি করে। এতে বেশ কয়েকজন আহত হয়। তারা বলেন- চাঁদাবাজির কারণে আমাদের ওপর গুলির ঘটনা ঘটতে পারে। রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদত হোসেন বলেন, ঘটনাটি আমাদের রাজবাড়ী জেলার মধ্যে না। গুলির ঘটনাটি পাবনা অংশের মধ্যে। তারা শুধু চিকিৎসা নিতে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

সর্বশেষ খবর