শিরোনাম
বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ছয় বছর পর হত্যারহস্য উন্মোচন, গ্রেফতার ৩

ঝুট ব্যবসায়ী খুন

গাজীপুর প্রতিনিধি

ছয় বছর পর হত্যারহস্য উন্মোচন, গ্রেফতার ৩

কাশিমপুরে বাড়িওয়ালার স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে গলা কেটে ঝুট ব্যবসায়ী আরিফুলকে খুন করেন বাড়ির মালিক ও তার সহযোগীরা। চাঞ্চল্যকর এ খুনের প্রায় ছয় বছর পর রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রত্যক্ষভাবে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর পিবিআই পুলিশ সুপার মাকছুদের রহমান গতকাল এ তথ্য জানিয়েছেন। গ্রেফতাররা হলেন কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার মজিবুর রহমানের ছেলে সাইদুর রহমান শাহীন, জহিরুল ইসলামের ছেলে মোমিরুল ও হাশেম দেওয়ানের ছেলে শরীফ। তারা সবাই ঝুট ব্যবসায়ী। পুলিশ সুপার জানান, সুরাবাড়ীতে ভাড়া থাকার সময় বাড়িওয়ালার স্ত্রীর সঙ্গে আরিফুলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী আসামিরা ঝুট বিক্রির কথা বলে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর রাতে ৫০ হাজার টাকাসহ আরিফুলকে বাসা থেকে ডেকে আনেন। পরে তারা তাকে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে খুন করে অ-কোষ ও পুরুষাঙ্গ কেটে ফেলেন। ২৬ ডিসেম্বর ঘটনাস্থল থেকে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। খবর পেয়ে ভাই মর্গে এসে আরিফুলের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ প্রায় তিন বছর তদন্ত শেষে হত্যারহস্য উদ্ঘাটন করতে না পারায় আদালতে রিপোর্ট দাখিল করে। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা পুনরায় তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।

সর্বশেষ খবর