বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কাদের মির্জা অনুসারীর মামলায় চেয়ারম্যানসহ ১৩ জন কারাগারে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে কাদের মির্জার অনুসারীদের করা দুটি মামলায় ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল দুপুরে চারটি মামলায় ৭৬ জন আসামি আদালতে আত্মসমর্পণ করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোছলেহ উদ্দিন মিজানের আদালত ১৩ জনকে কারাগারে পাঠান। বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম।

আসামিদের মধ্যে রয়েছেন চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক, আবদুর রহিম, জায়েদুল হক কচি, আশ্রাফ হোসেন, শাহদাত হোসেন, আবুল কালাম, আবদুল আজিজ, শেখ বেলাল, রিপন, এমরান হোসেন ও শাহীন।

এরা সবাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের অনুসারী। এসপি বলেন, মঙ্গলবার দুপুরে চার মামলায় ৭৬ জন আসামি আত্মসমর্পণ করেন। আদালত কোম্পানীগঞ্জ থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৯ জন এবং কোম্পানীগঞ্জ থানায় করা আরেকটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চারজনকে জেলহাজতে পাঠান। উল্লেখ্য, এই ১৩ আসামি হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

সর্বশেষ খবর