বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়ার রোগীরা চিকিৎসা নিচ্ছেন মেঝেতে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়ার রোগীরা চিকিৎসা নিচ্ছেন মেঝেতে

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ফলে এ জেলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালে জায়গা হচ্ছে না রোগীদের। হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। শীতে কষ্ট পাচ্ছেন শিশু ও অভিভাবকরা। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। এ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা ২৫টি। কিন্তু গত কয়েক দিন এ ওয়ার্ডে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে ভিতরে ও বারিন্দার  মেঝেতে চাটাই ফলে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। সরকারি এ হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ১০৪ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শিশু ৯০ ও প্রাপ্তবয়স্ক ১৪ জন রোগী আছেন। ফলে রোগীদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। গত মঙ্গলবার দিবাগত রাতে সরেজমিন জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, রোগী ও স্বজনদের মেঝেতে অবস্থান নেওয়ার চিত্র। এদের মধ্যে কেউ কেউ কাঁথা দিয়ে ঘুমিয়ে থাকলেও কেউ কেউ শুধু হুগলার চাটাইয়েই রাতের ঠাণ্ডায় পড়ে আছেন। কোথাও কোথাও গাদাগাদি করে শুয়ে আছেন রোগী ও অভিভাবকরা। রোগীর স্বজনরা জানান, বমির পাশাপাশি পাতলা পায়খানা হওয়ায় তারা রোগীদের হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক হাসপাতালে ভর্তি দিয়েছেন। সিট না থাকায় তাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। চিকিৎসা পাওয়ার স্বার্থে নাম প্রকাশ না করে কয়েকজন অভিভাবক জানান, এই শীতের মধ্যে শিশুদের নিয়ে মেঝেতে পড়ে আছি। আমাদের নানামুখী অসুবিধা হচ্ছে।

সর্বশেষ খবর