শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সেই নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

রাজবাড়ী প্রতিনিধি

সেই নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

সেই নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত হয়েছেন। রাজবাড়ীতে নিজ অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. রনিকে হত্যাচেষ্টা করতে যান নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ। এমন ভিডিও ভাইরাল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি তুলে ধরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন রনি। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে পানি সম্পদ মন্ত্রণালয়।  গতকাল দুপুরে রাজবাড়ী পানি ভবনে গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। বিষণ্ন অবস্থায় একটি রুমে বসে আছেন উপ-সহকারী প্রকৌশলী রনি। লিখিত অভিযোগের বাইরে তিনি কোনো কথা বলতে রাজি হননি। বেশ কয়েকটি কক্ষে দেখা যায়নি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের। নির্বাহী প্রকৌশলীর রুমের সামনে টানানো রয়েছে আবদুল আহাদের নাম। ভিতরে প্রবেশের অনুমতি চাওয়া হয় দফতরের কর্মচারীর কাছে। ভিতর থেকে জানানো হয় কথা বলতে নারাজ অতিরিক্ত দায়িত্ব পাওয়া ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা। পরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা।

তিনি বলেন, সাম্প্রতিক অনাকাক্সিক্ষত এই ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প থেমে থাকবে না। যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলো চলতে থাকবে।  সাংবাদিকদের কেন আসতে চায়নি এ ব্যাপারে তিনি বলেন আমাদের  গুরুত্বপূর্ণ আলাপ চলছিল। তবে সাংবাদিকদের অফিসে আসতে তার পক্ষ থেকে কোনো বাধা নেই। অফিসের সবাইকে নিয়ে কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী এই প্রকৌশলী। সদ্য বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি কিংবা বিভাগীয় মামলা দায়ের হয়েছে কিনা সেটা বলতে পারেননি পার্থ প্রতিম দাস।

সর্বশেষ খবর