শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের হোটেলে নিম্নমান, দাম বেশি এবং অপরিষ্কারভাবে খাবার তৈরি করার কারণে চার  হোটেল মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল  দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়  এ জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন ।   জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্টান্ড এলাকায় রানুয়ারা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় খাবারের নিম্নমান, দাম বেশি এবং অপরিষ্কারভাবে খাবার তৈরি করার কারণে চার  হোটেলে জরিমানা করা হয়। এ ছাড়াও অন্যন্য  দোকানদারকে সচেতন করা হয়। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, নিম্নমানের খাবার, অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ আসছিল। তারই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসে সত্যতাও পাই।  এ সময় সেফাত রেস্টুরেন্টকে ৮ হাজার, উজ্জালা  রেস্টুরেন্টকে ৬ হাজার, সনি স্টারকে ৫ হাজার ও বাঙ্গালিয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করি।  হোটেলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর