শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাজারে নতুন আলু কেজি ১২০ টাকা

দিনাজপুর ও হিলি প্রতিনিধি

দিনাজপুরের শহর ও হিলির বাজারগুলোতে মৌসুমের আগেভাগেই উঠতে শুরু করেছে নতুন আলু। দাম অনেকটা বেশি। প্রতিকেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকা। নতুন হিসেবে কেউ নিলেও অনেকে দাম বেশির কারণে ইচ্ছা থাকলেও নিতে পারছে না। গতকাল জেলা শহর ও হিলির কাঁচাবাজারের বিভিন্ন দোকানে নতুন আলু দেখা গেছে। তবে এখনো পুরোপুরি মৌসুম শুরু না হওয়ায় আলুর আকার খুব একটা বড় হয়নি। পুরো হয়নি ভালো দামের আশায় কৃষকরা আগেই আলু তুলে বাজারে বিক্রি শুরু করেছেন। হিলি বাজারে আলু ক্রয় করা সিদ্দিক হোসেন বলেন, মৌসুমের নতুন আলু তাই স্বাদ গ্রহণের জন্য নতুন আলু নেওয়া এছাড়া বাড়ি থেকে বলে দিয়েছিল বাজারে নতুন আলু উঠামাত্র নেওয়ার জন্য। সে কারণে আজকে নতুন আলু বাজারে  দেখেই নিলাম তবে দামটা একটু বেশি হওয়ার কারণে ৬০ টাকায় হাফকেজি আলু ক্রয় করলাম। দাম যদি কম হতো তাহলে সবাই কিনতে পারত নতুন আলুর স্বাদ গ্রহণ করতে পারত। হিলি বাজারের কাঁচাপণ্য বিক্রেতা ইলিয়াস হোসেন বলেন, এখনো বাজারে পুরাতন আলুর যথেষ্ট সরবরাহ রয়েছে যা আমরা ১৫ থেকে ২০ টাকা  কেজি বিক্রি হচ্ছে।

সাধারণত জয়পুরহাটের কালাই,  ক্ষেতলাল ও পার্শ্ববর্তী বিরামপুর অঞ্চলে প্রচুর পরিমাণে আলুর আবাদ হয়। জেলা শহর ও হিলিতে আলুর তেমন আবাদ না হওয়ার কারণে মূলত সেই অঞ্চলের আলু দিয়েই স্থানীয় চাহিদা মেটানো হয়। এখনো ওইসব অঞ্চলে নতুন আলু উঠা শুরু হয়নি। অল্প কিছুদিনের মধ্যে এসব অঞ্চলে আলু উঠা শুরু হবে। তবে এর আগেই পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় নতুন আলু উঠতে শুরু করেছে। আলু পুরোপুরি এখনো প্রস্তুত না হলেও ভালো দামের আশায় কৃষকরা আলু তুলে বাজারে বিক্রি করছেন। নতুন হওয়ার কারণে আলুর দাম ভালো পাচ্ছেন। আজকেই আমাদের বাজারে নতুন আলু উঠেছে আমরা ১০০ টাকা  কেজি ক্রয় করে ১২০ টাকা কেজি দরে বিক্রি করছি। নতুন হওয়ার কারণে দাম একটু বেশি তবে আরও কিছুদিন গেলে অন্যান্য অঞ্চলের আলু উঠতে শুরু করলে বাজারে সরবরাহ বাড়লে আলুর দাম কমে আসবে।

সর্বশেষ খবর