শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পর্যটনে সাড়া ফেলেছে ট্যুরিস্ট বাস

রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, বাঁচছে খরচ-সময়

মৌলভীবাজার প্রতিনিধি

পর্যটনে সাড়া ফেলেছে ট্যুরিস্ট বাস

মৌলভীবাজারে চলাচলকারী পর্যটন বাস -বাংলাদেশ প্রতিদিন

পর্যটনসমৃদ্ধ জেলা মৌলভীবাজারের পর্যটন খাত আরও সমৃদ্ধ করতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো চালু হওয়া ট্যুরিস্ট বাস ভ্রমণপিপাসুদের মধ্যে সাড়া ফেলেছে। অল্প খরচ এবং কম সময়ে জেলার বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার জন্য এ বাস ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। সম্প্রতি ট্যুরিস্ট বাসে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হয়। এদের প্রায় সবাই সন্তোষ প্রকাশ করেন বাসের নিরাপত্তা ব্যবস্থা, খাবার মান ও সংশ্লিষ্টদের ব্যবহারে। তারা বলেন, এই বাসে যতগুলো স্থান একদিনে ভ্রমণ করা যায় গণপরিবহনে সেটা সম্ভব নয়। বিশেষ করে ছোট দলে যারা বেড়াতে আসেন তাদের অনেক অর্থ সাশ্রয় হচ্ছে। আবার ব্যক্তিগতভাবে পরিবহন ভাড়া করে ঘুরলেও বেশি টাকা গুনতে হয় পর্যটকদের। কুমিল্লা থেকে ঘুরতে আসা অনিকুর রহমান বলেন, এমন উদ্যোগ ভালো লেগেছে। এতে একদিকে অর্থ ও সময় সাশ্রয় হচ্ছে অন্যদিকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও ভালো। এই উদ্যোগের ফলে জেলায় পর্যটক সংখ্যা বাড়বে বলে জানান তিনি। পর্যটক তাহমিদ ও সুধিপ বলেন, বাসের সেবা নিয়ে তারা খুশি। বাসে বসে দুই দিকের প্রকৃতিক দৃশ্য খুব উপভোগ করেছেন তারা। বাসের সুপার ভাইজার জুবেদ আলী জানান, ট্যুরিস্ট বাস চলাচলের পর থেকেই সারা পাচ্ছেন তারা। তিনি বলেন, এই বাসে ভ্রমণকারী পর্যটকদের কাছ থেকে পর্যটন স্পটে প্রবেশমূল্য নেওয়া হয় না। তা ছাড়া শুক্র ও শনিবার ছাড়া অন্যদিন যদি কেউ পুরো বাস ভাড়া নিতে চান সেই সুযোগও রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় আসা ভ্রমণপিপাসুদের ভ্রমণ আরও সহজ ও আনন্দময় করতে ট্যুরিস্ট বাস চালুর এই উদ্যোগ। গত ১৬ অক্টোবর থেকে বাস চলাচল করেছে। সকাল ৯টায় একটি বাস ছাড়ে বড়লেখা থেকে এবং অন্যটি শ্রীমঙ্গল থেকে। দুটি প্যাকেজের আওতায় বাস দুটি চলাচল করছে। প্যাকেজ-১-এর আওতায় চলা বাস শ্রীমঙ্গল থেকে বড়লেখার দিকে যাত্রা শুরু করে। চা-বাগান, কুলাউড়ার গগণটিলা, বড়লেখার মাধবকুন্ড ঝর্ণা এবং হাকালুকি হাওর দর্শনের পর পুনরায় শ্রীমঙ্গলে ফিরে আসে। এই যাত্রার জনপ্রতি ভাড়া দুপুরের খাবারসহ ৪০০ আর খাবার ছাড়া ৩০০ টাকা। প্যাকেজ-২-এর আওতায় চলা বাস যাত্রা শুরু করে বড়লেখা থেকে। চা বাগান, শ্রীমঙ্গলের বাইক্কা বিল, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন (সিতেশ বাবুর চিড়িয়াখানা) লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং মাধবপুর লেক দর্শন করে পুনরায় শ্রীমঙ্গলে ফিরে আসে। এই প্যাকেজে জনপ্রতি ভাড়া দুপুরের খাবারসহ ৪৫০ আর খাবার ছাড়া ৩৫০ টাকা। বড়লেখা ও শ্রীমঙ্গলের হানিফ এবং শ্যামলী বাস কাউন্টার থেকে টিকিট সংগ্র করা যায়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, সেবার মান পর্যটকদের আস্থা অর্জন করলে ভবিষ্যতে বাস সংখ্যা আরও বাড়ানো হবে।

সর্বশেষ খবর