শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

আটকের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেল নীলগাই

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তবর্তী এলাকা মিনাপুর গ্রাম থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মাটিয়া ধূসর রঙের পুরুষ নীলগাই আটক করে পুলিশ ও স্থানীয়রা। গতকাল বিকালে এলাকাবাসী নীলগাইটি দেখে থানায় খবর দেন। পুলিশ লোকজন নিয়ে নিলগাইটি ধরে ফেলে। স্থানীয় কারিগাও বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গেলে প্রাণিটি তাদের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় কারিগাঁও ক্যাম্পে চিকিৎসাধীন অবস্থায় নীলগাইটি মারা যায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, উদ্ধারের পরপরই প্রাণীটি কারিগাঁও বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ধরার সময় জখম হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে নীলগাইটি মারা যায়। -ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ছেলের লাশ টয়লেটে রেখে প্রচারণা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ছেলে আবদুল করিমের (১৮) লাশ বস্তায় ভরে টয়লেটে ফেলে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী মা-বাবাসহ স্বজনরা। দুদিন পর গতকাল বিকালে পুলিশ টয়লেট থেকে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বলছে, মা-বাবার দেওয়া তথ্যের ভিত্তিতেই দুদিন পর ছেলের মরদেহ টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা পূর্বপাড়া গ্রামে। এ ঘটনায় মা করুণা বেগম ও বাবা আলহাজকে আটক করা হয়েছে। মা করুণা বেগম চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান আটক মা-বাবার বরাত দিয়ে জানান, আবদুল করিম মাদকদ্রব্য ড্যান্ডিসহ বিভিন্ন নেশায় আসক্ত ছিল। মঙ্গলবার রাতে খাওয়া শেষে করিম তার ঘরে শুয়ে পড়ে। পরদিন সকালে করিমকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পায় না। পরে ঘরে উঁকি দিয়ে তার লাশ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্বামী-স্ত্রী মিলে করিমের লাশ নামিয়ে বস্তায় ভরে টয়লেটের সেপটিক ট্যাংকে বালিচাপা দিয়ে ফেলে রাখে।                -সিরাজগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর