রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ওদের পেশা অনলাইনে চোরাই মোটরসাইকেল বিক্রি

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

ওদের পেশা অনলাইনে চোরাই মোটরসাইকেল বিক্রি

গত ১৫ অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভা এলাকার হাসানুজ্জামান রাশেদের ঝিকঝার মোটরসাইকেলটি রাজবাড়ী পৌরসভা এলাকা থেকে চুরি হয়ে যায়। কয়েকদিন অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পায়নি শখের গাড়িটির। নভেম্বরের ২৩ তারিখে ‘মার্কেট প্লেস’ নামে একটি পেজের বিজ্ঞাপনে তার সন্দেহ হয় এটি তার চুরি হয়ে যাওয়া গাড়ি। বিষয়টি অবগত করেন ফরিদপুর র‌্যাবকে। এরপর ফাঁদ পাতে র‌্যাবে। হাসানুজ্জামানকে যোগাযোগ করতে বলে চোরাই মোটরসাইকেল বিক্রি চক্রটির সঙ্গে। গত শুক্রবার সকালে দেড় লাখ টাকার মোটরসাইকেলটি মাত্র ৬০ হাজার টাকায় কেনার চুক্তিতে চোর চক্রের প্রধান ইয়াকুবকে গাড়িটি নিয়ে সুলতাপুর ব্রিজের কাছে আসতে বলেন। সেখানেই উপস্থিত র‌্যাব সদস্যরা। এরপর কাগজপত্র যাচাই সাপেক্ষে নিশ্চিত হতে পারে এটি রাশেদের গাড়ি। এরপর প্রথমে ইয়াকুবকে আটক করে। তার তথ্যমতে রাজবাড়ী ও ফরিদপুর থেকে আরও তিনটি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের মো. কাওসার মোল্লা, ইয়াকুব মাতুব্বর, ইমরান মাতুব্বর, মো. আব্দুল্লাহ ও রাহাত মোল্লাকে আটক করে র‌্যাব। র‌্যাবের তথ্যমতে, রাজবাড়ীসহ ফরিদপুরে মাঠপর্যায়ে চোর চক্রের কয়েকজন সক্রিয় সদস্য রয়েছে। রাজবাড়ী থেকে মোটরসাইকেল চুরি করে তারা নিয়ে আসে ইয়াকুব ও কাউসারের কাছে। এরপর অনলাইনে লোভনীয় দামে বিজ্ঞাপন দিয়ে বাইকগুলো বিক্রি করে। এ কাজে স্কুলছাত্র কিংবা নেশাগ্রস্ত ব্যক্তিদের ব্যবহার করে চক্রটি। নিজ জেলার চোরাইকৃত বাইকগুলো মূলত দূরের কোনো জেলায় বিক্রির জন্য কম দাম নির্ধারণ করে থাকে বলে জানায় র‌্যাব। নির্বাচন উপলক্ষে চক্রটির তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা। উদ্ধারকৃত গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে চেয়ারম্যান পদে এক প্রার্থীর স্টিকার যুক্ত রয়েছে বলে জানা যায়।

সর্বশেষ খবর