রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পাহাড়ে সন্ত্রাস নির্মূল করতে হবে : দীপংকর

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়বাসীর নিরাপত্তায় সন্ত্রাস নিমূর্ল করা এখন সময়ে দাবি বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, সমাজকে অস্থিশীল রেখে কখনোই মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। কোনো উন্নয়নেই আসবে না সফলতা। পাহাড়ে অনেক আগেই আধুনিকতার ছোঁয়া আসত। যদি না সন্ত্রাস থাকত। প্রশাসনকে উপেক্ষা করে সন্ত্রাসীরা তাদের আধিপত্য বিস্তার করে চলেছে। করছে খুন, গুম ও অপহরণ। রক্তপাত, হানাহানি ও ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ না হলে পাহাড়ে কখনোই শান্তি ফিরে আসবে না। গতকাল দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়নে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাঙামাটি জেলা শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক উদয়ন বড়ুয়া সভাপতিত্বে এতে আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতা এসএম নাসির উদ্দিন মানিক, এম এ গাফ্ফার কুতুবী, ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, এম এ মোতালেব তালুকদার, শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, যুব লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর