রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

মসিকে নির্মাণ হচ্ছে পাঁচ সড়ক

ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) নতুন যুক্ত হয়েছে ২৬ নম্বর ওয়ার্ড। অবহেলিত এই জনপদে (২৬ নম্বর ওয়ার্ড) এবার প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে পাঁচটি সড়ক। নগরীর শিকারীকান্দায় গতকাল এসব সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু। মসিক বলছে, সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় এ সড়ক নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত সূচনা হবে এই ওয়ার্ডে। সড়কগুলো হলো- নগরীর শিকারীকান্দা রেনু মহাজন বাড়ি থেকে রহিমের দোকান পর্যন্ত বিসি সড়ক, শিকারীকান্দা খামার ফকিরবাড়ি মোড় পর্যন্ত আরসিসি সড়ক, বাড়েরার পুল থেকে ফকিরবাড়ি মোড় পর্যন্ত আরসিসি সড়ক, ঝিগাতলা মোড় থেকে গোফিবাড়ি মোড় পর্যন্ত আরসিসি ও বিসি সড়ক এবং বাদশা মাস্টারের বাড়ি নটরডেমে কলেজ পর্যন্ত বিসি সড়ক। মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশনের উন্নয়নে ১৫৭৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এ থেকে নতুন ওয়ার্ডগুলোতে বেশি বরাদ্দ দিয়েছি। নতুন এ ওয়ার্ডগুলো মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই।’   -ময়মনসিংহ প্রতিনিধি

প্রতিশোধ নিতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

গাজীপুরে গলা কেটে মা-মেয়েকে হত্যার ঘটনায় নিহত ফেরদৌসির জামাতাসহ (ভাতিজির প্রাক্তন স্বামী) দুজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। ইনস্যুরেন্সের কিস্তির টাকা চাওয়ায় এবং স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ইন্দনদাতা সন্দেহে প্রতিশোধ নিতে জামাতা তার বন্ধুর সহযোগিতায় জোড়া খুন করে। জিএমপির উপপুলিশ কমিশনার জাকির হাসান গতকাল এ তথ্য জানান। গ্রেফতাররা হলো- গাজীপুরের কালীগঞ্জ থানার সালদিয়া গ্রামের জাহিদুল ইসলাম ও মহিউদ্দিন। জিএমপির ওই কর্মকর্তা জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৪ নভেম্বর সন্ধ্যায় বোনকে দিয়ে বীমা করিয়ে দেওয়ার কথা বলে ফেরদৌসিকে বাসা থেকে ডেকে আনে জাহিদুল। মেয়ে তাসমিয়াকে নিয়ে ফেরদৌসি একই রিকশায় জাহিদুলের সঙ্গে মহানগরীর দেশীপাড়ায় যায়। নির্জন স্থানে পৌঁছামাত্র ফেরদৌসির গলায় ছুরিকাঘাত করে জাহিদুল। ঘটনাস্থলে আগেই থেকে অবস্থান নেওয়া বাবুও চাকু দিয়ে তার গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দৃশ্য দেখে তাসমিয়া কান্নাকাটি শুরু করলে তাকেও মুখ চেপে গলা কেটে হত্যা করা হয়।                -গাজীপুর প্রতিনিধি

২৫০ ফলদ-বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

চৌদ্দগ্রামে ফলদ-বনজসহ বিভিন্ন জাতের প্রায় ২৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মনির আহমদ পাটোয়ারীর বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মনির আহমদ অজ্ঞাতনামা আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত গাছ মালিক মনির আহমদ বলেন, ‘বিভিন্ন নার্সারি থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছ সংগ্রহ করে লাগিয়েছিলাম। রাতের আঁধারে কে বা কারা আমাদের নিজস্ব জায়গায় লাগানো গাছগুলো কেটে ফেলেছে। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেল। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করছি’। চৌদ্দগ্রাম থানার এসআই আবু হানিফ বলেন, ‘গাছ কাটার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’           -চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর