মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

‘আমাকে আর দেখতা না’ বলে বাড়িছাড়া বৃদ্ধ ১৫ দিন নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আবদুল হাফিজ ওরফে ধন মিয়া নামে এক বৃদ্ধ (৮০) ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা। তিনি ১৪ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে যান। যাওয়ার সময় তিনি নাতি রনিকে পাঁচ টাকা দিয়ে বলেছিলেন, ‘আমাকে আর দেখতা না’। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে ধন মিয়ার ছেলে আবুল কাশেম গত রবিবার আখাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নাতি রনি বলেন, বাড়ি থেকে যাওয়ার সময় দাদা আমারে পাঁচ টাকা দিয়া গেছে। কইছে আমারে আর দেখতা না। আমি দাদারে ফিরা পাইতে চাই। ছেলে আবুল কাশেম বলেন, এর আগেও আব্বা কয়েকবার বাড়ি থেকে বের হয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে ৩-৪ দিন থেকে ফিরে এসেছেন। ধন মিয়ার স্ত্রী খোশবাহার বেগম বলেন, তিনি (স্বামী) চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। দোয়া করি তিনি যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসেন।    -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে চারজনের ফরম সংগ্রহ

নাসিক নির্বাচন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আসন্ন নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের মনোনীত মেয়র পদপ্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন সংক্রান্ত আবেদন ফরম সংগ্রহ করেছেন চারজন। এরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি (চাষাঢ়া বোমা হামলায় দুই পা হারানো) চন্দন শীল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা। তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডির কার্যালয় থেকে সোমবার আবেদন ফরম সংগ্রহ করেন। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ধারণা করা যায় যে, ৩১ জানুয়ারির মধ্যে হতে পারে ভোটের দিন।  -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

জেএমবির বোমা হামলার ১৬ বছর

গাজীপুর জেলা আইনজীবী সমিতি কক্ষে জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলার ১৬তম বার্ষিকী গতকাল নানা আয়োজনে পালিত হয়েছে। ২০০৫ সালের ২৯ নভেম্বর জেলা আইনজীবী সমিতির দুই নম্বর হলরুমে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় চার আইনজীবীসহ নিহত হন ১০ জন। এখনো বোমার স্পি­নন্টার শরীরে বহন করে বেঁচে আছেন অনেকে। ওই ঘটনার এক মামলায় ১০ জেএমবি সদস্যের ফাঁসির আদেশ দিয়েছে দ্রুত বিচার আদালত। দিনটি উপলক্ষে সকালে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদদের স্মরণবেদিতে অর্পণ করা হয় পুষ্পস্তবক। আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করে শহরের বিভিন্ন সড়কে মৌন মিছিল করেন। দুপুরে বার চত্বরে অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।      -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর