বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধু মহাবিজয়ের মহানায়ক : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বঙ্গবন্ধুই স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু হচ্ছেন মহাবিজয়ের মহানায়ক। বিজয়ের এই মাসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গতকাল নড়িয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক তিনি এ কথা বলেন। এনামুল হক শামীম বলেন, জাতির পিতার নেতৃত্বে তৎকালীন সাড়ে ৭ কোটি বাঙালি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর কালজয়ী সংগ্রামের ফসল হচ্ছে বাংলাদেশ। কারণ বিশ্বের মানুষ বঙ্গবন্ধুর নামেই বাংলাদেশকে চেনে। তাঁর কারণেই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে বাঙালিরা বিভিন্ন উচ্চপদে আসীন হতে পেরেছে। -শরীয়তপুর প্রতিনিধি

সোনারগাঁয়ে মাদকসহ আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তল্লাশি করে মাদকসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১। র‌্যাবের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী, তাদের পেশা মাদক ব্যবসা করা। গতকাল উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ড থেকে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয় বলে জানায় র‌্যাব। আটককৃতরা হলো-আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার মো. রবিন মিয়া (২২) ও কিশোরগঞ্জের সদর থানার জিকুরজোরা এলাকার মো. আলমগীর মিয়া (২০)। র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু জানায়, আটককৃতরা চিহ্নিত মাদক পাচারকারী। -সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর