বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবির তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিগত ২০১৮ সালের এ দিনে তিনি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে গতকাল আসর নামাজান্তে কুড়িগ্রামের আরাজী পলাশবাড়ী এলাকার গুচ্ছপাড়ার সরকারের দেওয়া বাড়িতে এবং তার গ্রামের বাড়ি রাজিবপুর উপজেলার কাচারিপাড়া গ্রামের বাড়িতে বাদ মাগরিব পারিবারিকভাবে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। তার ছেলে আবু তাহের ও বীরপ্রতীক তারামন বিবির ভাই হাসান মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তারামন বিবি ছিলেন রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর গ্রামের প্রয়াত আবদুস সোবহানের সাত ছেলেমেয়ের মধ্যে তৃতীয় কন্যা সন্তান। তিনি লেখাপড়ার সুযোগ পাননি। অন্যের বাড়িতে কাজ করতেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্না করতেন ১৪ বছর বয়সী তারামন। রান্না করতে করতে অস্ত্র চালাতে শেখেন। তারপর রান্নার খুন্তি ফেলে রাইফেল হাতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে অংশ নেন সম্মুখ সমরে।

সর্বশেষ খবর