শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

নওগাঁয় ৪০ বছর ফেরি করে বই বিক্রি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ৪০ বছর ফেরি করে বই বিক্রি

রংপুরের সন্তান ইকবাল হোসেন (৭০)। ৪০ বছর ধরে বসবাস করছেন নওগাঁ শহরের দয়ালের মোড়ে বউ বাজারে। নওগাঁ শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের বই ফেরি করে বিক্রি করে জীবন-যাপন করছেন তিনি। মাথায় সাদা চুল আর মুখ ভরা দাড়ির এই মানুষটি অনেকের কাছে অতিপরিচিত। মহামারী করোনার থাবায় ইকবালের বই বিক্রি অনেকটাই কমে গেছে। বাসা ভাড়ার ৭৫০ টাকা যোগান দেওয়াই তার কাছে এখন কষ্টসাধ্য। এ ছাড়া উচ্চমূল্যের বাজারে দুমুঠো খেয়ে বেঁচে থাকা স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। তবুও থেমে নেই ইকবালের ফেরি করে বই বিক্রি। প্রতিদিনই সকালে বই নিয়ে বের হন। ঘুরেন শহরের অলি-গলি। বইয়ের ফেরিওয়ালা ইকবাল হোসেন বলেন, প্রতিদিন তিনি হেঁটে বই বিক্রি করেন। এতদিন সব ভালোই চলছিল। করোনার কারণে তার বই বিক্রি কমে যাওয়ায় কষ্টে দিন কাটছে তার। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অর্থকষ্ট তার পিছু ছাড়েনি। সবার কাছে তিনি আকুল আবেদন জানিয়েছেন তার কাছ থেকে বই কেনার যতদিন বেঁচে আছেন ততদিন বই বিক্রির মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চান ইকবাল।

সর্বশেষ খবর