শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

নবনির্বাচিত নারী সদস্যের ছেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নবনির্বাচিত নারী সদস্যের ছেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবি

বগুড়ার শাজাহানপুরে মাসুদ রানা (১৭) নামে এক কলেজছাত্রকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। পরে ওই ছাত্র কৌশলে পালিয়ে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়া গত বৃহস্পতিবার রাতে উপজেলার গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। মাসুদ রানা উপজেলার কাঁটাবাড়িয়া মধ্যপাড়ার মোস্তাফিজার রহমানের ছেলে ও আড়িয়া ইউপি নির্বাচনে ৪, ৫ ও ৬ নন্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সদস্য মাসুদা বেগমের ছেলে। থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মাসুদা বেগম জানান, ছেলে মাসুদ রানা বাড়িতে না ফেরায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তার মোবাইল নম্বরে ফোন করেন তিনি। এ সময় অপরিচিত এক ব্যক্তি ফোন ধরে বলেন, মাসুদ রানাকে ফিরে পেতে চাইলে এক লাখ টাকা দিতে হবে। তার পরিচয় জানতে চাইলে ফোন কেটে দেয়। রাতেই অপহরণকারীরা রানাকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় কৌশলে পালিয়ে আসে সে।

 

সর্বশেষ খবর