শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু’ সূচিকর্মটি প্রধানমন্ত্রীকে দিতে চান বীরাঙ্গনা মনোয়ারা

ফরিদপুর প্রতিনিধি

‘বঙ্গবন্ধু’ সূচিকর্মটি প্রধানমন্ত্রীকে দিতে চান বীরাঙ্গনা মনোয়ারা

তিন বছর ধরে কাপড়ের ক্যানভাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ছবিটি’ বুনে শেষ করেছেন মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর নির্মম নির্যাতনের শিকার মনোয়ারা বেগম। হাতে বোনা এ শিল্পকর্মটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান তিনি। মরার আগে তার এই ইচ্ছার কথা জানান মনোয়ারা। আবেগাপ্লুত হয়ে বলেন, বাবা বলতে বঙ্গবন্ধুকেই মনেপ্রাণে ধারণ করেন তিনি। কারণ বঙ্গবন্ধুই দিয়েছেন স্বীকৃতি। তিন বছর ধরে বাবার (বঙ্গবন্ধু) ছবি কাপড়ের ক্যানভাসে বুনেছি। বোন শেখ হাসিনার হাতে এই সূচিকর্ম তুলে দিয়ে মরতে চাই। বয়সের ভারে ন্যুব্জ মনোয়ারা সময় পেলেই বসে যেতেন বঙ্গবন্ধুর ক্যানভাসের ছবি বুনতে। কারও সাহায্য ছাড়াই দিনের পর দিন সুই-সুতা নিয়ে পরম মমতা ও ভালোবাসা নিয়ে ছবিটি বুনেছেন। মনোয়ারা জানান, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুই ছিলেন তার বেঁচে থাকার প্রেরণা। মুক্তিযুদ্ধের সময়ে হানাদার বাহিনীর নির্মম নির্যাতনে ক্যাম্প থেকে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা তরুণী মনোয়ারা এখন বৃদ্ধ। বয়সের ভারে ন্যুয়ে পড়লেও জীবনকে চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছেন। নানা চড়াই-উতরাই পার হয়ে এখন তার ঠাঁই হয়েছে ফরিদপুর শহরের অম্বিকাপুরের এক জীর্ণ কুটিরে। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তিনি কারও করুণা চান না। চান বীরাঙ্গনার সম্মান ও স্বীকৃতি। স্বামীর পেনশনের সামান্য আয়ে ১ হাজার টাকায় ভাড়া নিয়েছেন ঘর। বর্তমানে খেয়ে না খেয়ে কোনো রকমে বেঁচে আছেন মনোয়ারা বেগম।

সর্বশেষ খবর