শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

গ্রামবাংলার যাত্রা উৎসব গোপালগঞ্জে

গোপালগঞ্জ প্রতিনিধি

বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত যাত্রাপালা। আধুনিকায়নের এই যুগে হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য। তবে বর্তমান প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি পৌঁছে দিতে দীর্ঘদিন পর হলেও গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো যাত্রা উৎসব। আগামী প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে আগামীতেও এমন আয়োজনের দাবি সংস্কৃতিপ্রেমীদের।  এক সময় গ্রামগঞ্জে রাতভর মঞ্চস্থ হতো যাত্রাপালা। দূর-দূরান্ত থেকে হাজারো যাত্রাপ্রেমী এসে ভিড় জমাত আসরে তাদের প্রিয় শিল্পীদের অভিনয় দেখার জন্য। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যাত্রা উৎসব। অরণ্য অপেরার যাত্রা শিল্পীরা ‘মাধবী কেন বিরাঙ্গনা’ যাত্রাপালায় তাদের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন দেশের মহান মুক্তিযুদ্ধের কাহিনি।

সর্বশেষ খবর