রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামেও কার্যকর হচ্ছে অর্ধেক ভাড়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামেও কার্যকর হচ্ছে অর্ধেক ভাড়া

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে চট্টগ্রামেও কার্যকর হচ্ছে গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া। আজ সংবাদ সম্মেলন করে অর্ধেক ভাড়ার বিষয়ে ঘোষণা দেবে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মিনিবাস মালিক সমিতি। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহাজাহান বলেন, ‘চট্টগ্রামে কার্যকর হচ্ছে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া। পরিবহন মালিকদের সংগঠন এ বিষয়ে নীতিগত ভাবে একমত হয়েছেন। আজ সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দেবেন নেতারা। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সরকার জ¦লানি তেলের দাম বৃদ্ধি করার পর অর্ধেক ভাড়া কার্যকর করার বিষয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ঢাকায় শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেওয়া হলেও চট্টগ্রামের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আন্দোলন অব্যাহত রাখে। গত বৃহস্পতিবার রাতে এ বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে সভা হয়।  সেখানে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া ও মালিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের পর অর্ধেক ভাড়া নেওয়ার বিষয়ে যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর